প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / রাঙ্গামাটি রাজস্থলীতে হেডম্যান ও সাবেক চেয়ারম্যান দ্বীপময় তালুকদার হত্যার ঘটনায় মামলা দায়ের

রাঙ্গামাটি রাজস্থলীতে হেডম্যান ও সাবেক চেয়ারম্যান দ্বীপময় তালুকদার হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব সংবাদ দাতা, রাংগামাটি প্রতিনিধিঃ

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদার হত্যার ঘটনায় রাজস্থলী থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী প্রেমা তালুকদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ মফজল আহাম্মদ খান।

তিনি জানান, দন্ড বিধি ৩৬৪/৩০২/৩৪ ধারায় রাজস্থলী থানায় দায়েরকৃত মামলা নাম্বার-১, তারিখ: ২৫/১০/২০১৯ইং। এই মামলার আইও এসআই এরশাদ মিয়া। হত্যার শিকার দ্বীপময় তালুকদার রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

গত ২২ অক্টোবর মঙ্গলবার ঠিকাদারী সাইট থেকে বাড়ি ফেরার সময় বিকেল তিনটায় রাজস্থলীর জিরো মাইল এলাকা থেকে অস্ত্রের মুখে দ্বীপময়কে তুলে নিয়ে গিয়েছিলো। পরের দিন বুধবার সকালে অপহরণের ঘটনাস্থলের পাশের জঙ্গলে পড়ে থাকা অবস্থায় দ্বীপময়ের গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সকাল আটটার সময় রাজস্থলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার দুইদিন পর বুধবার বিকেলে নিহতের স্ত্রী প্রেমা তালুকদার বাদি হয়ে রাজস্থলী থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্বীপময়কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে রাজস্থলী বাজার অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …