মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ
১১ রমজান রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ভোর ফাউন্ডেশন ‘করোনায় ক্ষতিগ্রস্ত ‘ নিম্নমধ্যবিত্তদের ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে রমজান খাদ্য সহায়তা।
স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিগত সময়গুলোতে এই সংগঠন বিভিন্ন প্লাটফর্মে সেবামূলক কাজ করে আসছে।
বর্তমান করোনা পরিস্থিতিতে আলোর ভোরের দুই ইভেন্টের কাজ শুরু হয়েছে। ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে সংগঠনের বার্তা সম্পাদক রবিউল হাসান রনি সিএন নিউজকে জানান, বর্তমান ক্রাইসিসের এ সময়ে আলোর ভোর দুই ইভেন্টে খাদ্য সহায়তার কাজ করবে। প্রথম ইভেন্ট যেটি ১১ রমজানে বাস্তবায়ন হয়েছে। এবং দ্বিতীয় ইভেন্ট পবিত্র ঈদকে সামনে রেখে ” ঈদ হোক সবার জন্য সমান খুশির প্রজেক্ট ” সুবিধাবঞ্চিত পরিবারের জন্য যেটি প্রতি বছরই আলোর ভোর ফাউন্ডেশন করে আসছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
১০ মন্তব্য
Pingback: schuifhordeur
Pingback: ยาสัตว์
Pingback: y8
Pingback: หนังสั้น
Pingback: essentials fear of god
Pingback: AsterDex
Pingback: เว็บแทงหวยออนไลน์ Fox888 เดิมพันครบวงจร
Pingback: lovecasino app download for Android & iOS
Pingback: บุหรี่นอก
Pingback: Uuodiyala