প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / রানা সরকারকে আহবায়ক ও হাসিব জামানকে সদস্য সচিব করে, জিয়া সাইবার ফোর্স জিসাফোর কুমিল্লা জেলা আহবায়ক কমিটি গঠন

রানা সরকারকে আহবায়ক ও হাসিব জামানকে সদস্য সচিব করে, জিয়া সাইবার ফোর্স জিসাফোর কুমিল্লা জেলা আহবায়ক কমিটি গঠন

সিএন নিউজ২৪.কম।

জিয়া সাইবার ফোর্স-জিসাফোর কুমিল্লা জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রানা সরকার আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) হাসিব জামানকে সদস্য সচিব করে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান সমন্বয়ক হলেন ধানমন্ডি থানা সেচ্ছাসেবক দলের নেতা ও জিসাফো কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন সিদ্দিক।

গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায়, জিয়া সাইবার ফোর্স-জিসাফো কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবু হাসান মাসুদের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় । শুক্রবার বিকালে জিয়া সাইবার ফোর্স-জিসাফোর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জুল আফরোজ মজুমদার ও মহাসচিব কে এম হারুনের যৌথ স্বাক্ষরিত খামে কুমিল্লা জেলা জিয়া সাইবার ফোর্সের ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দেন। নব নির্বাচিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক লালমাই থানা যুবদল কর্মী সাইফুল ইসলাম, মনোহরগঞ্জ থানা ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম, চৌদ্দগ্রাম থানা ছাত্রদল কর্মী সৈকত রহমান মজুমদার, বরুড়া থানা ছাত্রদল কর্মী রেদোয়ান আল কাউছার,বাঙ্গরা বাজার থানা ছাত্রদল কর্মী শাহজালাল হোসাইন পরশ, তিতাস থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হক বাবু,হোমনা থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, দেবিদ্বার থানা যুবদল কর্মী নাজমুল হাসান,নাঙ্গলকোট থানার এম এ বাশার সাগর,মেঘনা থানা জিসাস সদস্য মোঃ খালেদ হাসান,বুড়িচং থানা ছাত্রদল কর্মী মোঃ শাহ নাজমুল হুদা,দাউদকান্দি পৌর যুবদল কর্মী মোঃ কামরুল হাসান,বরুড়া থানা ছাত্রদল কর্মী জয়নাল আবেদীন।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হলেন মনোহরগঞ্জ থানা ছাত্রদল কর্মী মোঃ জামশেদ আলম,মেঘনার মোঃ মাহাবুব হাসান,চান্দিনা থানা ছাত্রদল কর্মী মোঃ সিদ্দিকুর রহমান বাপ্পী,মনোহরগঞ্জের মোঃ মারুফ হোসেন,দেবিদ্বারের মোঃ ইমরান হোসাইন, চৌদ্দগ্রামের আশরাফুল করিম রায়হান, তিতাস থানা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, হোমনার মোঃ কামরুল হাসান, মনোহরগঞ্জের মোঃ সোহেল রানা,মেঘনার মোঃ আল আমিন,নাঙ্গলকোটের আবু সাইদ ও লাকসামের মোঃ ফারহান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …