সিএন নিউজ২৪.কম, অনলাইন ডেস্কঃ
মুজিববর্ষে মানবিক কারণে দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন পাঠান।
আবেদনে ইউনুস আলী আকন্দ বলেছেন, ‘অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি। মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো শর্তে খালেদা জিয়ার সব ধরনের দণ্ড মওকুফ, স্থগিত বা মার্জনার জন্য আরজি জানাচ্ছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: Sugar Rush 1000 oyna
Pingback: ฝึกอบรมพนักงานสำหรับองค์กร