
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা হাজিরপাড়া ইউনিয়নে ইউছুফপুর গ্রামে ৮নং ওয়ার্ড আক্তারুজ্জামান (৮৫) করোনা উপসর্গ জ্বর নিয়ে ফেনী নোভা মেডি হসপিটালে ১৯জুন ভোর ৬:১৫মিনিটে মৃত্যু বরণ করেন। সবুজ বাংলাদেশ ইনাফা টিম কে ইসলামী ফাউন্ডেশন এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশটি দাফন করতে বললে টিমটি লাশের গোসল, জানাজা, দাফন সকল কাজ সম্পূর্ণ করেন।
সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর নেতৃত্বে ৬জনের টিম লাশটি দাফন করেন। টিমের বাকি সদস্যরা হলেন ইনাফার সহ-সভাপতি তফসির আহম্মেদ, প্রচার সম্পাদক জুয়েল, সবুজ বাংলাদেশ সদস্য নজরুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম শান্ত, এবং আরিফুর রহমান ফয়সাল।
সেচ্ছাসেবকদের নিরাপত্তা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন লক্ষ্মীপুর সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী।

সবুজ বাংলাদেশ, ইনাফা দাফন কাজটি সম্পূর্ণ করায় ধন্যবাদ জানান প্রশাসনের সকল কর্মকর্তা। টিমটির উক্ত দাফন সহ মোট দাফন করেছে ৮টি।
টিম লিডার ইসমাইল হোসেন বাবু বলেন আমরা কারোও আর্থিক ডোনেশন ছাড়াই করোনা মৃত লাশ দাফন করে আসতেছি এটি চলমান থাকবে যতদিন করোনা থাকবে ততদিন সবাই আমাদের জন্য দোয়া করবেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Cbd carts uk
Pingback: Ulthera
Pingback: Sylfirm ราคา
Pingback: Volnewmer
Pingback: custom suit Bangkok
Pingback: ข่าว
Pingback: sultan.bbcream.kz