প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / লক্ষ্মীপুরে সবুজ বাংলাদেশ ইনাফার উদ্যোগে করোনায় মৃত ৩য় লাশ দাফন..

লক্ষ্মীপুরে সবুজ বাংলাদেশ ইনাফার উদ্যোগে করোনায় মৃত ৩য় লাশ দাফন..

নিজস্ব প্রতিবেদক- 

লক্ষ্মীপুর সদর উপজেলা দিঘলী ইউনিয়নে ১জুন রোজ সোমবার সকাল ৭:৩০ রাজাপুর গ্রামে ৩নং ওয়ার্ডে করোনায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি বাবুল চৌধুরী (৫০)এর লাশ দাফন করেন সবুজ বাংলাদেশ, ইনাফা। মৃত বাবুল চৌধুরী করোনা উপসর্গ নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী হসপিটালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন।

দাফন কাজে টিম লিডার হিসেবে ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, টিমের বাকি সদস্যরা হলেন সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা সাবেক সভাপতি কাজী ওসমান মোর্শেদ, চন্দ্রগঞ্জ থানা সভাপতি ইমরান হোসেন সদস্য নজরুল ইসলাম জুয়েল, রাসেল পাটওয়ারী, নাঈম হোসেন রকি, সদর পৌর সভার মোঃ জুয়েল সহ প্রমূখ।


করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি বাবুল চৌধুরীর এর লাশ দাফন করায় সবুজ বাংলাদেশ ইনাফা কে ধন্যবাদ জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এবং দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
প্রশাসনের তত্ত্বাবধায়নে লাশটি দাফন করা হয়।

সবুজ বাংলাদেশ ইনাফার সকল নিরাপত্তা সামগ্রী দিয়ে সহযোগীতা করেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী।

সবুজ বাংলাদেশ ইনাফা এর আগে ১৭ মে করোনা আক্রান্ত মৃত লাশ দাফন করেন চরশাহী ইউনিয়নের অবসর প্রাপ্ত সরকারি চাকুরীজীবী মোস্তাফিজুর রহমানের(৬০) এর। ৩০ মে আবারও চরশাহী ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মৃত আবদুর রশিদ মিয়াজী (৪৫) লাশ দাফন করেন। সংগঠন দুইটি এই পর্যন্ত তিনটি লাশ দাফন করেন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি!

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মিয়া বাড়ির আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান …