প্রচ্ছদ / জাতীয় / লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিএন নিউজ২৪.কম, ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে গতকাল রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন। স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল সকাল বাংলাদেশ সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এ সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তাঁর সঙ্গে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল লন্ডন পৌঁছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য