প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / লাকসামে হতদরিদ্রের মাঝে সমাজসেবক সর্দার আঃ কাদেরের ২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান

লাকসামে হতদরিদ্রের মাঝে সমাজসেবক সর্দার আঃ কাদেরের ২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান

এস এম শাহজালাল, লাকসাম :

সাবেক শিবির নেতা বিশিষ্ট সমাজসেবক সরদার আবদুল কাদের তার নিজ এলাকা কুমিল্লা জেলার লাকসামের হারাখালে দিনমজুর, রিক্সাওয়ালা, দোকানদার, হতদরিদ্রের মাঝে ২ লক্ষ ১০ টাকা নগদ অর্থ তুলে দেন। প্রায় তিনশত পরিবারকে সহায়তা করেন এই বিশিষ্ট ব্যবসায়ী।
সরেজমিন হারাখাল গ্রামে গেলে এলাকার দিনমজুরেরা জানান, দেশের ক্রান্তিলগ্নে এই সহায়তার কথা আমরা কখনো ভুলবো না। মানুষ যখন দিশেহারা, সারাদিকে হাহাকার, অনাহার, ঠিক তখনই এই সহায়তা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি । আমরা দোয়া করি আল্লাহ যেন এর সঠিক জাজা দান করেন।
এলাকার সবাই তার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছেন।

সরদার আবদুল কাদের বলেন, সেই ছাত্রাবস্থা থেকে প্রিয় লাকসাম ও এলাকাবাসীর সাথে থাকতে চেষ্টা করেছি এবং আজীবন সাথে থেকে সহযোগিতা করে যাবো। বিশেষ করে এই করোনা মহামারির সময় সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৪ মন্তব্য

  1. Pingback: av

  2. Pingback: raamdecoratie draaikiep ramen

  3. Pingback: ปลูกผม

  4. Pingback: Sweet Bonanza slot