প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / লাকসাম উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের কমিটিতে সালাউদ্দিন সানি সভাপতি ও আমিনুল ইসলাম তুষার সাধারণ সম্পাদক এবং পৌরসভা ছাত্রলীগের কমিটিতে সাইফ খাঁন স্বাধীন সভাপতি ও কাউছার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন (রুবেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ জানুয়ারি মো. শিহাব খানকে সভাপতি ও মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ৫ বছর দায়িত্ব পালনের পর ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য