বান্দরবান প্রতিনিধিঃ-
বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ী ঝিরির পানিতে ডুবে শিউলী ত্রিপুরা (১৭) নামের একজন যুবতীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠাল ছড়ার ঝিরিতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মৃত্যু শিউলী ত্রিপুরা কাঠাল ছড়া পাড়ার বাসিন্দার চন্দ্রমিন ত্রিপুরার মেয়ে বলে জানা য়ায়।
স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, কাঠাল ছড়ার পাড়ার শারিরীক প্রতিবন্ধী শিউলী ত্রিপুরা বৃহস্পতিবার বিকাল ৫ টায় সময় পাড়ার সংগল্ন ঝিরিতে একা গোসল করতে নামলে পানিতে ডুবে যায় সে।
অনেক খোঁজাখোজির পর পাড়ার লোকজন ঝিরি থেকে শিউলী ত্রিপুরার লাশ উদ্ধার করেন।
ঝিরির পানিতে ডুবে শিউলী ত্রিপুরার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আপ্রুচিং মার্মা বলেন ঘটনা সত্যি,খুবই দুঃখ্য জনক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: browse this site
Pingback: winomania withdrawal time and methods
Pingback: Al-Yarmok University College 1
Pingback: ระบบส่ง SMS