নিজস্ব প্রতিবেদকঃ
লালমাই উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজখবর ও মনিটরিং করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার লালমাই জনাব কে. এম ইয়াসির আরাফাত। এসময় এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘন করায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০০০ টাকা অর্থদন্ড করা হয় ও সতর্ক করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার , কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল জনাব প্রশান্ত কুমার দাস, ডা: দূর্লভ রায়, সহকারী সার্জন, জনাব মোহাম্মদ আইয়ুব, অফিসার ইনচার্জ, লালমাই থানা, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জনাব লোকমান হোসেন উপস্হিত ছিলেন।
পরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশে করোনা ভাইরাসজনিত পরিস্হিতিতে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: computer shop website
Pingback: pm-phl.kz
Pingback: Aster Dex Trading
Pingback: toybf
Pingback: pgbetflik
Pingback: ทำ หลังคาโรงรถ ราคาไม่แพง