প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে টিএসসিসি ভবনে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে প্রশাসন ভবন সামনে গিয়ে বুদ্ধিজীবীদের স্মরণে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোক র‌্যালিতে অংসগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন,ইবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান কবীর, দফতর সম্পাদক মরতুজা হাসান নাহিদ,প্রচার সম্পাদক প্রিতম মজুমদার কার্যকরী সদস্য তাসনিমুল হাসান প্রান্ত,মোস্তাফিজ রাকিবসহ প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে প্রাঙ্গনে এক মিনিট নিরবতা পালন করা হয়।নিরবতা পালন শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …