প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / শাহপরান মারুফের কবিতা “প্রিয় বাবা”

শাহপরান মারুফের কবিতা “প্রিয় বাবা”

শাহপরান মারুফের কবিতা “প্রিয় বাবা”

প্রিয় বাবা সন্তানদের মাথার উপর ছায়া,
পরিপূর্ণ হয়না কাজ, তাঁর নির্দেশনা ছাড়া।
রাগ অভিমান সবকিছু তাঁর, মোদের কল্যাণে
হারিয়েছে বাবাকে যে, সেই তা ভালো জানে।

কত শ্রম করে বাবা সারাটি জীবনভর,
ত্যাগ, তিতিক্ষা,কুরবানি করে জনমভর।
বাবার নিকট সন্তানরা থাকবে চির ঋনী,
আমরা না জানলেও তা জানে ধরনী।

ভালো আছে বাসার সবাই, আমার বাবা ছাড়া,
মুখটি বাবার মলিন এখন,
হৃদয়ে দেয় নাড়া।

দাঁতের ব্যাথা ছিল বাবার গত কয়েকদিন,
দাঁত ভালো হলেও বাবার মনটা ফূর্তিহীন।

বাবা দিবস করবো পালন আমরা প্রতিদিন,
বেঁচে আছে যাদের বাবা নিয়মিত খোঁজ নিন।

সব বাবারা ভালো থাকুক আমার বাবা সহ,
অকালে যেন হারিয়ে না যায় প্রিয় বাবারা কেহ

শাহপরান মারুফ

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …