সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ও খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ১০ম শিক্ষার্থীদের উদ্দীপ্তকরণ ক্লাস নিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং(বি এড) কলেজের শিক্ষক ও লেখক-গবেষক মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর ও ভবিষ্যৎ। শিক্ষার্থীদের স্বপ্ন দেখার কথা বলেন এবং স্বপ্ন বাস্তবায়নে মা-বাবা ও শিক্ষকদের কথা শুনার আহবান জানান। সাথে সাথে মোবাইল বা ফেইসবুক ব্যবহার সীমিত করে নিয়মিত লেখাপড়ার পরামর্শ দেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুকুমার দেবনাথ, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিজয়ানন্দ বড়ুয়া, খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ ও সাংবাদিক মো. নুরুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Cbd flowers uk
Pingback: monixbet
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: feestopdemarkt.nl
Pingback: cat888