নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু হাবিবুর রহমানের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার ঘটনায় মামলার আসামি খুকি বেগমের ফাঁসির দাবিসহ প্রভাবশালী ও বিত্তশালীদের বিরুদ্ধে বিচারের বানী যেন নিভৃতে না কাঁদে তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টা সময় লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর এলাকায় বাগবাড়ী টু কালিবাজার আঞ্চলিক সড়কের দুই পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মামলার বাদী শিশু হাবিবুর রহমানের দাদা লাতু মিয়া, দাদী রহিমা বেগম ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাফর আলম জয়সহ অর্ধ শতাধিক নারীসহ মামলা হামলার ভয়ে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী। যদিও বিত্তশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে বিবেকের প্রতি দায়বদ্ধতায় তারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, নাতি হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন দেওয়ার অভিযোগে দাদা লাতু মিয়া গত ২৮ মে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এতে একই বাড়ীর প্রবাসীর স্ত্রী খুকি বেগম একমাত্র আসামি। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের বাড়ি থেকে খুকি বেগমকে মামলার আলামতসহ গ্রেফতার করে। খুকি ওই বাড়ীরই আবুল কাশেমের স্ত্রী। খুকি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে অবুঝ শিশু হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করেছে খুকি বেগম। তাকে পুলিশ গ্রেফতার করার পর থেকে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুকির ফাঁসির দাবি জানায় তারা। প্রসঙ্গত, শিশু হাবিব একই বাড়ীর মো. নুর নবীর ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে হাবিবের মাকে বিগত সময়ে দেখে নেওয়ার হুমকির পর গত ১১ মে বিকেলে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে খুকি তিনটি বিষাক্ত ইনজেকশন পুশ করে।
শিশু হাবিবের চিৎকার শুনে তার মা শামছুন্নাহার শিশুটিকে খুকির ঘর থেকে উদ্ধার করে। ওইদিনই শিশুর দাদি রহিমা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। পরে ২৭ মে রহিমা বেগম থানায় সাধারণ ডায়েরি করেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছে। চিকিৎসকদের বরাত দিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে,দিন যতো যাচ্ছে, শিশুটির শারিরীক অবস্থার অবনতি হচ্ছে। হয়তো যে কোন সময় শিশু পৃথিবীর আলো থেকে বঞ্চিত হতে পারে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
