প্রচ্ছদ / ক্যাম্পাস / শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ইবিতে আলোচনাসভা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ইবিতে আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শেখ রাসেল হলের উদ্যোগে সন্ধ্যা ৬টায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ এর সঞ্চালনায় আরোও বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। হলের আবাসিক শিক্ষক প্রদীপ কুমার অধিকারী, মোঃ আনিসুর রহমান, লিটন বরণ সিকদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, যে ঘৃণ্য ও পৈশাচিক উদ্দেশ্যে শেখ রাসেলকে হত্যা করা হয়েছে, তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইতেন দার্শনিক বাট্রা- রাসেলের মানবতাবাদী আদর্শ এবং জ্ঞানের স্পৃহা যেন তাঁর কনিষ্ঠ পুত্রের মধ্যে সঞ্চারিত হয়। ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে জ্ঞানের স্পৃহা জাগিয়ে তোলা এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও পরস্পরের প্রতি সৌহার্দ্য প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …