নিজস্ব প্রতিবেদকঃ-
অদ্যই দীর্ঘ সময় ধরে চলমান আলোর প্রদীপ মাদকবিরোধী ক্যাম্পেইন ২০১৯ ভেলুরপাড়া ভেন্যুতে জনসচেতনাতামূলক প্রচারণার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষ্যে স্থানীয় ড. এনামুল হক ডিগ্রী কলেজে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. এনামুল হক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম স্বপন,প্রভাষক মোঃ আল-মাসুম আলোর প্রদীপ চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন,সাবেক উপ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক এস এম সামিউল ইসলাম,সাবেক হিসাবরক্ষক মেহেদী হাসান,আতিকুর রহমান আতিক,সজীব সহ প্রমুখ।কলেজ ক্যাম্পাসে আলোচনা শেষে স্থানীয় ভেলুরপাড়া বাজারে পথসভা ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Go X scooter app
Pingback: Best Tailor in Bangkok
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: Jammin' Jars