মনিরুজ্জামান মনির:
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পরিবারের মাঝে ১মাসের খাদ্য সামগ্রী বিতরণ।
রোববার (৫ জুলাই) দুপুরে কাঁচেরকোল গ্রামের মৃত আনিসুর রহমানের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ৩০ কেজি চাউল,৫ কেজি তেল,৫ কেজি আলু,২ কেজি মাল্টা,২ কেজি আপেল,৩ কেজি ডাল,২ টা সাবান, ২কেজি লবন ও ডিটারজেন্ট পাউডার পরিবারের মাঝে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ ও কাঁচেরকোল ঈদগাহ গোরস্থান মসজিদের ঈমাম শাফায়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কাঁচেরকোল গ্রামের কাশেম মিয়ার ছেলে ঢাকা থেকে (২৯ জুন) রাতে বাড়িতে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিকাশি নিয়ে বারিতে আসলে (২ জুলায়) বৃহস্পতিবার দুপুরে আনিসুর মিয়া (৫০) করোনা উপসর্গ নিয়ে তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: แผ่นดินเหนียวสังเคราะห์
Pingback: สล็อตเว็บตรง
Pingback: รับปริ้น 3d
Pingback: กราฟีน