জবি সংবাদদাতা :
মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বেলা ১০ টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় গরীব অসহায় ১০০ জনকে খাবার বিতরণ করা হয়।
জবি ছাত্রলীগের আবু সালেহ আতিফ, বারেক, রবি, মুরাদ, মুনের আয়োজনে এই খাবার বিতরণ করা হয়। এ সময় জবি শাখা ছাত্রলীগের আরো বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জবি ছাত্রলীগকর্মী আবু সালেহ আতিফ বলেন “আজ জাতীয় শোক দিবস।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যু বার্ষিকীতে দুস্থ অসহায়দের জন্য আমাদের এই সামান্য আয়োজন। বঙ্গবন্ধু ছিলেন অসহায় দুস্থদের সবচেয়ে কাছের লোক। তাই আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেই আজ আমাদের এই আয়োজন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Monixbet speel online met hoge winkansen
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: https://1gokazinootzyvy.kz/
Pingback: อาหารเสริม
Pingback: Ulthera
Pingback: cat888