নিজস্ব প্রতিনিধি,সিএন নিউজ ২৪.কম।
করোনাভাইরাস এর কারনে সৌদি আরবে সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কফি হাউজ, গাওয়া ঘর, এরকম সকল খাবারের স্থানে বসে খাওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব।
আজ এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বসে খাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেল এর মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন ।
ইতিমধ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সমগ্র সৌদি আরব জুড়ে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৩ জন, এবং করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে আছেন আরো অনেকে। এমতাবস্থায় করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে সৌদি আরবের সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কফিশপ, গাওয়া ঘর, অর্থাৎ খাবারদাবার বিক্রি করা হয় বা বসে খাবার খাওয়া যায় – এমন সকল স্থানে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করেছে সৌদি সরকার। তবে, এসকল স্থান থেকে পার্সেলের মাধ্যমে খাবার কেনাবেচায় কোন বাধা থাকছে না। সকল রেস্টুরেন্ট মালিক ও যেকোন ধরনের খাবারের দোকানের মালিকদের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সরকার । করোনাভাইরাস ছড়ানো থামাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে উমরাহ হজ্ব ও তাওয়াফ, এবং সম্প্রতি মসজিদে জুমার নামাজ পড়ানোও বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে যেকোন সভা ও জমায়েত, এমনকি কমিউনিটি সেন্টারেও কোনপ্রকার অনুষ্ঠান করা যাবে না। এর সাথে সতর্কতার নতুন ধাপ হিসেবে খাবারের স্থানে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করলো সরকার।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: พูลวิลล่านครนายก
Pingback: Cheetah X
Pingback: เว็บหวย ยินดี ลุ้นรวยได้ทุกวัน