দেশের বহুল প্রচারিত দৈনিক দেশ বার্তার প্রকাশনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন- নিরপেক্ষতা বলে কোন কিছু নেই, আছে সত্য নিষ্ঠতা। তাই পত্রিকার মূল শক্তিই হল সত্য নিষ্ঠতা। তিনি সাংবাদিকদের আরো দায়িত্বশীল হয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশে জোর দেওয়ার আহ্বান জানান। অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ১৬ ডিসেম্বর (সোমবার) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় সংলগ্ন সুপ্রভাত স্টুডিও হলে দৈনিক দেশ বার্তার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পত্রিকাটির সম্পাদক লায়ন এম. আবু ছালেহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, উপদেষ্টা এম.এ রহিম, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বাংলা টিভির ডেপুটি চীফ মো: কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মহিউদ্দিন, ব্যবসায়ী এম.এ রহিম শাহ্, প্রাবন্ধিক সজল চৌধুরী ও সংগঠক লায়ন ডা. আর.কে রুবেল। পত্রিকাটির নির্বাহী সম্পাদক রেজা মো: জামশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ডা. জামাল উদ্দিন, এ.কে.এম আবু ইউসুফ, তরুণ বিশ্বাস অরুণ, ব্যুরো চীফ মো: হোসেন মিন্টু, স.ম জিয়াউর রহমান, ডা. সুভাষ চন্দ্র সেন, আনিসুর রহমান ফরহাদ, মৃণাল কান্তি দাশ, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, নাজিম উদ্দিন রনি, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস.এম জাবেদ হোসেন, মামুুনুল ইসলাম, ডা. বেলাল হোসেন উদয়, ডা. এম আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো: আবু নাঈম, মো: ফারুক, আলহাজ জালাল ইব্রাহিম, মোবিনুল হক মনির, রতন দাশ, আরজুন নাহার, রিদুয়ানুল হক, সুমন পল্লব, মো: জামশেদ, মো: সাইফুদ্দিন, মো: সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গীতা পাঠ করেন তরুণ বিশ্বাস অরুণ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: เน็ต บ้าน ais
Pingback: Thaimassage in Zürich
Pingback: av ซับไทย
Pingback: in Keys
Pingback: 1st bet
Pingback: ufa569
Pingback: ais fiber
Pingback: pgbetflik
Pingback: clothing manufacturer