সাজেদুর আবেদিন শান্তঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী গাইবান্ধা যুবলীগ এর সহ সভাপতি জাহাঙ্গীর কবির।স্থানীয় জনগনের মতামত অনুযায়ী জাহাঙ্গীর কবির এর জনপ্রিয়তা সবার থেকে এগিয়ে।তিনি গরিব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে স্থানীয় জনগন। সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউপি,কামালেরপাড়া ইউপি,কচুয়া ইউপি,বোনারপাড়া ইউপি,ঘুড়িদহ ইউপি,পদুমশহর ইউপি,মুক্তিনগর ইউপি,ভরতখালি ইউপি, সাঘাটা সদর ইউপি, হলদিয়া ইউপি তে বিভিন্ন গ্রাম,বাজারে গনসংযোগ করে ব্যাপক সারা পাচ্ছে জাহাঙ্গীর কবির।তার সাথে কথা বলে জানা যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
