প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / “সবুজ বাংলাদেশ ” ও “ইনাফা’র করোনায় মৃত নবম লাশ দাফন সম্পন্ন

“সবুজ বাংলাদেশ ” ও “ইনাফা’র করোনায় মৃত নবম লাশ দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক- 
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ইউনিয়ন, ছোট রশিদপুর গ্রামে খুরশেদ আলম সেলিম (৬৫) করোনা পজেটিভ নিয়ে ঢাকা ইউ ইস্টেন হসপিটালে মারা যান ২০জুন দুপুর ১২টায়। লাশটির তথ্য পেয়ে প্রশাসনের অনুমতি নিয়ে দাফন করেন রাত ১০টায় সবুজ বাংলাদেশ ইনাফা টিম।

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর নেতৃত্বে টিমের বাকি সদস্যরা হলেন ইনাফার উপদেষ্ঠা জাকির হোসেন, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আবু তালেব, চন্দ্রগঞ্জ থানা সহ-সভাপতি সজীব হোসেন শুভ, সদস্য নজরুল ইসলাম জুয়েল, মহিন হোসেন এবং ইনাফার প্রচার সম্পাদক মোঃ জুয়েল সহ মোট ৭জনের টিম এতে অংশ নেয়।

সবুজ বাংলাদেশ ইনাফার টিমের জন্য গাড়ি দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, এবং নিরাপদ সামগ্রী দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগ সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।
সংগঠন দুইটির এটি ৯ম লাশ দাফন। টিম লিডার ইসমাইল হোসেন বাবু বলেন যতদিন করোনা থাকবে ২৪ঘন্টা এই কার্যক্রম চলমান থাকবে ।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি!

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মিয়া বাড়ির আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান …