প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / “সবুজ বাংলাদেশ” ও “ইনাফা” টিমের সপ্তম লাশ দাফন.

“সবুজ বাংলাদেশ” ও “ইনাফা” টিমের সপ্তম লাশ দাফন.

এস আই ইমরান  –

লক্ষ্মীপুর কমলনগর উপজেলা ৪নং চর মার্টিন ইউনিয়ন, গ্রাম দক্ষিণ মার্টিন, ৬নং ওয়ার্ড ডাক্তার বাড়ির মাওলানা ইকবাল হোসেন (৩২) করোনা উপসর্গ পাতলা পায়খানা, শাষকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন ১৮জুন দুপুর ২:০০টায়। সবুজ বাংলাদেশ, ইনাফা টিম লাশটি দাফন করেন রাত ৯:টায়।

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু নেতৃত্বে টিমের বাকি সদস্যরা হলেন ইনাফার সভাপতি জালাল উদ্দীন রুমি, উপদেষ্ঠা জাকির হোসেন, সহ-সভাপতি তফসির আহম্মেদ, সদস্য জুয়েল, ফুহাদ এবং সবুজ বাংলাদেশ সদস্য রাকিব ভূঁইয়া।

সবুজ বাংলাদেশ, ইনাফা এই পর্যন্ত ৭টি লাশ দাফন করেন লক্ষ্মীপুর জেলাতে। মাওলানা ইকবাল হোসেন (৩২)লাশটির গোসল, জানাজা, দাফন সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি করেন টিমের সদস্যরা। টিমের সদস্যদের গাড়ি প্রদান করেন জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, নিরাপদ সামগ্রী দিয়ে সহযোগীতা করেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।

সবুজ বাংলাদেশ, ইনাফা টিমকে ধন্যবাদ জানান লক্ষ্মীপুর প্রশাসনের কর্মকর্তা গণ উক্ত কাজটি সম্পূর্ণ করায়। টিম লিডার এবং সবুজ বাংলাদেশ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন যতদিন করোনা থাকবে আমাদের টিমের করোনা মৃত বা উপসর্গ নিয়ে মৃত লাশ দাফন কাজটি ২৪ঘন্টা চলমান থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন

এছাড়াও চেক করুন

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন …