প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / সবুজ বাংলাদেশ” কুমিল্লা জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ বাংলাদেশ” কুমিল্লা জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক- 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশব্যপী ৩০,০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে উদ্ভোধন করা হয়।

১ লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। ১৫০০-২০০০ টি বৃক্ষরোপণের লক্ষ্যে ৫০টি বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ভোধন করেন সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা । পর্যায়ক্রমে ৩১ জুলাই পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনা পরিস্থিতির কারনে আলাদা ভাবে প্রথম অবস্থায় ৫০ টি গাছ রোপণের মাধ্যমে উদ্ভোধন করা হয়। বৃক্ষরোপণ করেন সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহবায়ক সাহাদাত খন্দকার এবং সদস্য মোঃ রাশেদুল ইসলাম।

সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আহবায়ক মোঃ আল নোমান বলেন,
আমরা আমাদের জেলার পক্ষ থেকে ১৫০০-২০০০ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। করোনা পরিস্থিতির কারনে সবাই একসাথে হতে একটু সমস্যা হচ্ছে তাই এভাবে উদ্ভোধন করতে হয়েছে। আমাদের জেলা শাখার সদস্য সচিব কুমিল্লার বাহিরে থাকাতে তিনি উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি কিছুদিন পর আসবেন। আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে ৩১ জুলাই পর্যন্ত। এছাড়াও লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে ১০০০ গাছ রোপণ করা হবে। ইনশাআল্লাহ এভাবে কুমিল্লা জেলা শাখার পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …