প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি-  

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশব্যপী ৩০,০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে ২য় বারের মতো কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৭ ও ৮ ই আগষ্ট দুইদিন ব্যাপী ব্যক্তিগত ভাবে বৃক্ষরোপণের জন্য প্রত্যেক সদস্য কে গাছ বিতরণ করা হয় এবং রিকশা চালকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পদুয়ার পাড় প্রাইমারি স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়,মসজিদের সামনে ফলের চারা রোপণ করা হয় এবং এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
ঢাকাস্থ নাঙ্গলকোট পেশাজীবি পরিষদের সম্মানিত সভাপতি জনাব শামসুদ্দিন স্বপন, বর্ণমালা সামাজিক সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাবের মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আহবায়ক – মোঃ আল নোমান, সদস্য সচিব – এস আই ইমরান, যুগ্ম আহবায়ক – মোঃ জিয়াউর রহমান বিপ্লব, মুরশিদ আলম সুমন, নুরুল ইসলাম সাজ্জাদ,আব্দুর রাজ্জাক নবী, এম এইচ জাবেদ মজুমদার, জহির রায়হান, মহসীনুর রহমান সজীব, কে এম শাহাদাত, মোঃ আরাফাত হোসেন রিদয়,
সদস্য -, মোঃ ইমরান হোসেন,মোঃ নুরুন্নবী, মোঃ রাশেদুল ইসলাম,শাহরিয়া মজুমদার নাবিলা।

সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব বলেন, আমরা আমাদের জেলার পক্ষ থেকে ১৫০০-২০০০ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। এছাড়াও লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে ১২০০ গাছ রোপণ করা হয়।কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে আমরা কয়েক ধাপে ৫০০+ গাছ বিতরণ ও রোপণ করেছি। ইনশাআল্লাহ এভাবে কুমিল্লা জেলা শাখার পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি।

এসময় অতিথি জনাব শামসুদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশের এটি একটি মহৎ উদ্যোগ, বর্তমান তরুণ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম, বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রীনহাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা যে কর্মসূচি হাতে নিয়েছে সেটি ভবিষ্যতে ও অব্যাহত থাকবে আশা করছি।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৬ মন্তব্য