
নিজস্ব প্রতিবেদক-
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ নবাবগঞ্জ দোহার উপজেলার, ঢাকা আহবায়ক কমিটি ঘোষণা করেছেন ঢাকা জেলা কমিটি। ২২ জুন সোমবার বিকেল ৫ঃ০০ টায় একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান সংগঠনটি।
কমিটির আহ্বায়ক মোঃরাজু আহমদ,সদস্য সচিব জুবায়ের হাসান,যুগ্ম আহ্বায়ক রিফাত আহমেদ, ইউছুফ খান,মিশাইল সিকদার,মাসুদ রানা,নিলয় আহমেদ,সোহানুর রহমান,রাজিব মোল্লা, আমিনুর রহমান, সিহাব আহমদে,সজিব মন্ডল, রুবিনা আক্তার,জাকিয়া সোলতানা,মোঃজিহাদ হোসেন প্রমুখ।
ঢাকা জেলার সভাপতি সহেল রানা ইমন বলেন, তিন মাসের জন্য নবাবগঞ্জ দোহার উপজেলার, ঢাকা আহবায়ক কমিটি ঘোষণা করা হইলো। কার্যক্রমের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।
সবুজ বাংলাদেশ পরিবেশ, কৃষি, মাদকবিরোধী আন্দোলন, এবং যুব উন্নয়ন নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুনদের অংশগ্রহণে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: fox888
Pingback: reborn doll original silicone
Pingback: ddiyyala