
নিজস্ব প্রতিবেদক-
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। ১৫ জুন সোমবার বিকেল ৩ঃ০০ টায় একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান সংগঠনটি।
কমিটিরঃ-আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা,যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম খাঁন,সালমান শেখ,মোঃ ফিরোজ খাঁন,সুব্রত,মাসুদ,মোঃ জাহিদ,মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,সিফাত আহমেদ,সাকিব খাঁন,মোঃ হাসান,সোনিয়া, রেবেকা,মোঃ গিয়াস মাহমুদ,শাকিল হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, তিন মাসের জন্য মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হইলো। কার্যক্রমের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।
সবুজ বাংলাদেশ পরিবেশ, কৃষি, মাদকবিরোধী আন্দোলন, এবং যুব উন্নয়ন নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুনদের অংশগ্রহণে
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: relx
Pingback: kings chance apk
Pingback: checkslip
Pingback: ยางยอย
Pingback: Go X scooter app
Pingback: แทงมวยเว็บไหนดี วิธีเลือกให้โดนใจ
Pingback: เรียนภาษาที่จีน 1 ปี
Pingback: Discover the power of psilocybin microdosing
Pingback: เน็ตบ้าน ais