প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / সবুজ বাংলাদেশ” হাজীগঞ্জ উপজেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন

সবুজ বাংলাদেশ” হাজীগঞ্জ উপজেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন

এস আই ইমরান-

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশব্যপী ৩০,০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্ভোধন করা হয়।

১ লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। ৫০০ টি বৃক্ষরোপণের লক্ষ্যে কিছুসংখ্যক বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ভোধন করেন সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা । পর্যায়ক্রমে ৩১ জুলাই পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার বৃক্ষ রোপণ উদ্ধোধন করেন :- হাজীগঞ্জ উপজেলা মাতৈন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জনাব কামরুল আহসান, এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা
শাখার অহ্বায়ক আসাদুজ্জামান শুভ, সদস্য সচিব পারবেজ হোসেন৷
যুগ্ন আহ্বায়ক:- ইমন হোসেন, এনায়েত সৈকত ,আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন,গোলাম জিলানী (সজিব)
সদস্য:- ইয়াছিন হোসেন, সোহেল হোসেন, নাইম খান,ফয়েজ হোসেন, জিসান হোসেন, রেজাউল করিম রেজবী,

সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান শুভ বলেন,
আমরা আমাদের উপজেলার পক্ষ থেকে ৫০০ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। করোনা পরিস্থিতির কারনে সবাই একসাথে হতে একটু সমস্যা হচ্ছে তাই এভাবে উদ্ভোধন করতে হয়েছে। আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে ৩১ জুলাই পর্যন্ত। ইনশাআল্লাহ এভাবে হাজীগঞ্জ শাখার পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়াও চেক করুন

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন …