
এস আই ইমরান-
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশব্যপী ৩০,০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্ভোধন করা হয়।

৫০০ টি বৃক্ষরোপণের লক্ষ্যে ৭০ টি বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ভোধন করেন সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখা । পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সবুজ বাংলাদেশ ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ উদ্ধোধন করেন :ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জামাল উদ্দিন, এবং সবুজ বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা
শাখার অহ্বায়ক আসাদুজ্জামান শুভ, সদস্য সচিব পারবেজ হোসেন৷
যুগ্ন আহ্বায়ক:- ইমন হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন,গোলাম জিলানী (সজিব)
সদস্য:- রাব্বি হোসেন ও ফরহাদ হোসেন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রনেতা ও সমাজ সেবক :শাহ-জালাল সরকার সজীব আরও উপস্থিত ছিলেন সাহসী ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক : ইয়াসিন বকাউল রিয়াদ। এছাড়াও ছিলেন সবুজ বাংলাদেশ ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার আহ্বায়ক তানভীর সরকার,সদস্য সচিব রাশেদ মুন্সি
যুগ্ম আহবায়ক : রায়হান সরকার, শাকিল মজুমদার।
সদস্য: তারেক, হৃদয় বকাউল, আকরাম খান, তানভীর, শাহাদাত গাজী।

সবুজ বাংলাদেশ ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার আহ্বায়ক তানভীর সরকার বলেন,
আমরা আমাদের ইউনিয়ন পক্ষ থেকে ৫০০ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। করোনা পরিস্থিতির কারনে আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ এভাবে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: pg168
Pingback: Rent Go X scooters
Pingback: Hit789 เว็บหวยมาใหม่
Pingback: https://admiralxotzyvy.kz/
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: สล็อตเกาหลี
Pingback: ddiyyala