সিএন নিউজ২৪.কম।
অনলাইন পোর্টাল নিউজ দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আমাদের নতুন সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক বাপ্পি মজুমদার ইউনুছকে দেখতে গেলেন সিএন নিউজ২৪.কম পরিবারের সদস্যরা ।
গতকাল সন্ধায় বাপ্পি মজুমদার ইউনুছকে দেখতে যান তারা। উল্লেখ্য যে গত কয়েক মাস আগে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ওনার একটা পা ভেঙ্গে যায় এবং বেশকিছু দিন হাসপাতাল ছিলেন তিনি । এরপর কয়েকবার অপারেশন করে বর্তমানে সর্বশেষ অপারেশন করার পর এখন তিনি নিজ বাড়িতে আছেন, বর্তমানে কিছুটা সুস্থ আছেন। এসময় তাঁর শারীরিক খোঁজ খবর নেন সিএন নিউজের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সিএন নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ রিজওয়ান মজুমদার (গিলবাট), নির্বাহী সম্পাদক মোঃ মোশারফ হোসাইন (রায়হান), যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আল নোমান, নাঙ্গলকোট পৌরসভা প্রতিনিধি মোঃ তুহিন । এছাড়াও উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ, নাঙ্গলকোট পৌরসভা ছাত্র নেতা মোঃ অনীক সহ অনেকেই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
