সাজেদুর আবেদিন শান্ত, নিজস্ব প্রতিনিধি:
সাঘাটা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন রাজিয়া সুলতানা। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা জুমারবাড়ি ইউনিয়ন এর থৈকরেরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা মৃত-আব্দুর রউফ ছিলেন হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মর্জিনা বেগম ছিলেন গৃহিণী। দুই ভাই চার বোনের ভিতর রাজিয়া সবার ছোট। তার শিক্ষা জীবন শুরু জুমারবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে। এসএসসি ও এইচএসসি শেষ হয় সাঘাটা গার্লস স্কুল ও কলেজ থেকে। অনার্স ও মাস্টার্স শেষ করেন বগুড়া আজিজুল হক কলেজ থেকে। রাজিয়া সুলতানা ছোট্ট বেলা থেকেই শিক্ষা অনুরাগী, পাশাপাশি সংগীত ও বাংলা কবিতা লেখার প্রতিও বেশ ভালো দখল আছে তার। ১৯-০৯-২০১০ তারিখে জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে প্রথম অগ্রযাত্রা শুরু হলেও বর্তমানে তিনি বেংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত আছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Buy glock 19 for sale usa
Pingback: situs toto
Pingback: พรีออเดอร์จีน
Pingback: อ่านมันฮวา
Pingback: 123bet login
Pingback: crit.kz
Pingback: 롤스타