সিএন নিউজ অনলাইন ডেস্ক :
সাদেক হোসেন খোকা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫০ মিনিটে লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি বিডি২৪লাইভ কে নিশ্চিত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন। গুরুতর অসুস্থ ছিল। গত সোমবার কিডনি ক্যান্সারে আক্রান্ত খোকার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাকে নিউইয়র্কের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: check out the article
Pingback: ยา revolution
Pingback: eggs
Pingback: ออกแบบตกแต่งภายในบ้านหรู
Pingback: 롤드컵베팅