সবাই ব্যস্ত; মনে হচ্ছে ন্যস্ত
বিজয়ের প্রতিটি অংশের দ্বায়িত্ব
হাতে হাতে, প্রাণে প্রাণে।
তুলি হাতে কেউ এঁকে দিচ্ছে
মানচিত্রের চিত্র
বা জাতীয় কেতন খোকা খুকুর
নরম গালে,
বিভিন্ন পঙ্কতি লিখে যাচ্ছে
দেয়ালে দেয়ালে।
কেউ ব্যবসা, কেউ মনানন্দে
বিকোচ্ছে পতাকা;
পৌঁছে দিচ্ছে লাল সবুজের রঙ
ঘরে ঘরে, প্রতিটি হৃদয়ে।
শব্দ যোদ্ধারা এঁকে যাচ্ছে বর্ণে বর্ণে
পাক-শাসকের শোষণ, জুলুম, নির্যাতন
আর নিষ্পেষণের করুণ চিত্র;
ছন্দোবদ্ধভাবে বলছে বাঙালি
মুক্তিকামী মানুষের
স্বতঃস্ফূর্ত প্রাণদানকারী ইতিহাস
বাউলের একতারা,
আর কন্ঠযোদ্ধার কন্ঠেও বিজয়ী সুর।
ঘরণীর প্রেমময় আবেদন
‘ওগো যেয়ো না’
গর্ভধাত্রীর গগন ফাটা আর্তনাদ
‘খোকা যাসনে’
আর কোকিলের সুরে বাবা বাবা
বলে ডাকা সন্তানগুলো ছেড়ে
মাতৃভূমি রক্ষায় বেরিয়ে যাওয়া
বীর বলছে
সেদিনের সেই ত্যাগের কথাগুলো।
আজ কেউ বসে নেই;
সবাই ব্যস্ত, মনে হচ্ছে ন্যস্ত
বিজয়ের প্রতিটি অংশের দ্বায়িত্ব
সকলের হাতে হাতে, প্রাণে প্রাণে.. .
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Guns for sale usa
Pingback: หนองใน
Pingback: ดูหนังใหม่
Pingback: Gate of Olympus
Pingback: Go X app
Pingback: Go X scooter
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง