
নিজস্ব প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি।
শনিবার সকাল ১০টায় চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনে যোগ দিতে আসায় সমিতির পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
ফরিদপুর জেলাকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করে সমিতির সভাপতি মোঃ নূর আলম।
এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডল ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান মোল্যা, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক এস.এম সামাদ সহ বৃহত্তর ফরিদপুর জেলার ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় তার সাথে সর্বিক বিষয়ে মতবিনিময় করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে