প্রচ্ছদ / আমাদের পরিবার / সিএন নিউজের বার্তা সম্পাদক পদে নিয়োগ পেলেন “সজিব”

সিএন নিউজের বার্তা সম্পাদক পদে নিয়োগ পেলেন “সজিব”

নিজস্ব সংবাদঃ-

কুমিল্লা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল সিএন নিউজ২৪.কম’র বার্তা সম্পাদক পদে নিয়োগ পেলেন সদ্য সাবেক যুগ্ম বার্তা সম্পাদক মহসিনুর রহমান সজিব। এ বিষয়ে অত্র নিউজের সম্পাদক রবিউল হোসাইন রাজু এক শুভেচ্ছা বার্তায় জানান, সময়োপযোগী সিদ্ধান্তের ভিত্তিতেই ওনাকে দায়িত্ব অপর্ণ করা হয়েছে। আশা করি সিএন নিউজকে ভালো কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ ।

বার্তা সম্পাদক সজিব তার শুভেচ্ছা বার্তায় জানান, আমাকে সিএন নিউজের বার্তা সম্পাদক মনোনীত করায়, নিউজের পরিচালনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি, যাতে নিউজের জন্য ভালো কিছু করতে পারি সেই দোয়া কামনা করছি।

উল্লেখ্য, মহসিনুর রহমান সজিব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে আদ্রা মৌলভী বাড়ির এক মুসলিম পরিবারে তার জন্ম।
জন্মসাল ১৫ নভেম্বর ১৯৯৯। তার দাদা ছিলেন লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, তার পিতা আজিয়াপাড়া সঃপ্রাঃবিঃ এর সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং মাতা গৃহিনী।

প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় তার দাদা প্রতিষ্ঠিত আদ্রা ঊষা এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে চলে যান ভোলাইন বাজার আলিম মাদ্রাসায়, সেখান থেকে তিনি ২০১২ সালে অষ্টম শ্রেনির পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। একই মাদ্রাসা থেকে দাখিল দেন ২০১৫ সালে সেখানে তিনি ৪.১৩ পেয়ে উত্তীর্ণ হন এবং ওক্ত মাদ্রাসা থেকে ২০১৭ সালে, আলিম পরিক্ষা দেন এবং সেখানেও তিনি ৩,৫২ অর্জন করেন ।

পরবর্তী তিনি ফাযিলে ভর্তি হোন নাঙ্গলকোট এ,ইউ, কামিল মাদ্রাসায়, এবং সেখান থেকে ২০১৮ ফাযিল ১ম বর্ষে ৩,০০ অর্জন করেন, এবং ২০১৯ সালে ফাযিল ২য় বর্ষে পরিক্ষা দিয়ে এখন ফলপ্রার্থী। এর সাথে তিনি ২০১৮সালে নাঙ্গলকোট সরকারি হাসান মেমোরিয়াল কলেজ থেকে সমাজকর্ম বিভাগ থেকে ১ম বর্ষে পরিক্ষা দিয়ে ৩.০০অর্জন করেন, এবং ২০১৯ সালে ২য় বর্ষের পরিক্ষা দেন, এখনো ফল প্রকাশ হয নি। এর সাথে সাথে, ২০১৬সালে ৬ মার্চ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কর্ম জীবন শুরু করে এখনো কর্মরত আছেন।

২০১৭ সালের শেষের দিকে তিনি যোগ দেন জনপ্রিয় নিউজ পোর্টাল সিএন নিউজে, প্রথম থেকে দায়িত্ব পালন করে সঠিকভাবে। প্রথমেই তিনি বিশেষ প্রতিনিধি ও সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন। এবং গত ডিসেম্বরে নতুন সম্পাদনা পরিষদে তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অবশেষে গতকাল তিনি বার্তা সম্পাদক পদে নিয়োগ পান।

এখনো সেখানে কর্মরত আছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …