এস আই ইমরানঃ-
অনলাইন নিউজ পোর্টাল সিএন নিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক আয়ারল্যান্ড প্রবাসী ও দাউদপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক – সাখাওয়াত হোসেন সাগর’কে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিল সিএন নিউজ পরিবার।

শুক্রবার বিকাল ৪ টায় কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের রওশন রফিক একাডেমীতে পরিচিতি সভার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।

এসময় সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএন নিউজের সহ সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর । প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিএন নিউজের সম্মানিত উপদেষ্টা ও বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি মোসলে উদ্দিন নয়ন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএন নিউজ২৪.কম সম্পাদক রবিউল হোসাইন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন নিউজের বর্তমান সম্পাদনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজওয়ান মজুমদার গিলবাট, সহ প্রকাশক আল আমিন হোসেন, নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন রায়হান, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম দুলাল, ব্যবস্থাপনা সম্পাদক আল নোমান, পৌরসভা প্রতিনিধি মুসা কলিমুল্লা, নিজাম উদ্দিন, শাকিব হোসেন, রিয়াজ প্রমূখ। এই সময় নিউজের বিভিন্ন বিষয় ও আগামী সপ্তাহে সম্পাদনা পরিষদ গঠন নিয়ে আলোচনা করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: เน็ต ais
Pingback: aviator game online
Pingback: สั่งสินค้าจากจีน
Pingback: essentials
Pingback: Jammin Jars