সিএন নিউজ ডেস্ক:
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল, সিএন নিউজ২৪.কম (www.cnnews24.com) এর পথচলা ২০১৬ সালে শুরু হয়ে আজ ছড়িয়ে পড়েছে বিশ্বময়। জাতীয়, অর্থনীতি, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, খেলাধুলা, প্রবাস, বিশ্ববিদ্যালয়-শিক্ষা’সহ সকল বিভাগে কাজ করে যাচ্ছেন অনেকসংখ্যক সংবাদ কর্মী ।

গঠন করা হয়েছে নতুন সম্পাদনা পরিষদ এবং সম্পাদনা পরিষদে চমক হিসেবে উঠে এসেছে কয়েকজন তরুণ সাংবাদিকের নাম। যারা বেশ কয়টি জাতীয় পত্রিকায় জড়িত আছেন।
এমনকি নাঙ্গলকোট সাংবাদিক সমিতি’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিপোর্টাস ইউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন। সিএন নিউজের প্রায় আটটি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আছেন এবং অনেকগুলো জেলা প্রতিনিধি ও আছেন।

এই বিষয়ে জানতে চাইলে সিএন নিউজ২৪.কম’র প্রকাশক এমডি শাহিন মজুমদার সাবেক বার্তা সম্পাদক এস আই ইমরানকে জানান, ২০১৬ সালের পহেলা মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত পিছনে তাকাতে হয়নি সিএন নিউজকে। অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন তরুন ও মেধাবী সাংবাদিকরা। আমাদের এখানে ৯০% তরুন সাংবাদিক। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া
এবং প্রকাশক শাহিন মজুমদার সবশেষে জানান- ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই সিএন নিউজকে প্রিন্ট পেপারে রুপান্তরিত করা হবে।

এই বিষয়ে সকলকে সম্পাদক রবিউল হোসাইন (রাজু) এবং প্রধান সম্পাদক রিজওয়ান মজুমদার (গিলবাট) তদারকি করছেন। এবং ওনারা সকল প্রতিনিধি এবং সম্পাদনা পরিষদের কাছ থেকে ইতিবাচক কাজের ইঙ্গিত পেয়েছেন।
এ বিষয়ে সম্পাদক রবিউল হোসাইন (রাজু) জানান, এই সম্পাদনা পরিষদে নতুন বেশ কয়েকজন তরুণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তারা কাজের প্রতি আরও বেশী
মনোযোগী হন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োগ চলছে এবং আমরা এই নিয়ে কাজও করতেছি।
নতুন সম্পাদনা পরিষদ নিয়ে জানতে চাইলে সিএন নিউজের প্রধান সহ-সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলের সহযোগিতা ও আন্তরিকতায় একটা সময়োপযোগী সম্পাদনা পরিষদ গঠন করতে পেরেছি। আশা করি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভালো কিছু উপহার দিবে সিএন নিউজ। এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সত্যের সন্ধানে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি।
সিএন নিউজের এবারের সম্পাদনা পরিষদে রয়েছেন, এমডি শাহিন মজুমদার
প্রকাশক, মোঃ রবিউল হোসাইন (রাজু)
সম্পাদক, মোঃ রিজওয়ান মজুমদার (গিলবাট)
প্রধান সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবাইল নংঃ- (008801715711155), মু. মুহিব্বুল্লাহ আল হুসাইনী প্রধান সহ-সম্পাদক, আল আমিন সিনিয়র সহ-সম্পাদক, সাখাওয়াত হোসেন (সাগর)
সহ-সম্পাদক, সোহেল রানা ইউসুফ সহ-সম্পাদক
আব্দুল হালিম দুলাল সহকারী- সম্পাদক, ইউসুফ ভুঁইয়া সহযোগী-সম্পাদক, মাহমুদুল হাসান কবীর
সম্পাদনা সম্পাদক, মোঃ মাহবুব মিয়াজী
উপ-সম্পাদক, মোশারফ হোসাইন রায়হান
নির্বাহী সম্পাদক, এস আই ইমরান সহ-নির্বাহী সম্পাদক,মোঃ জামাল উদ্দিন সহ-নির্বাহী সম্পাদক, মোঃ আল নোমান ব্যবস্থাপনা সম্পাদক ★ বার্তা সম্পাদক পদটি শুন্য রয়েছে। মহসিনুর রহমান সজীব যুগ্ম-বার্তা সম্পাদক ।

এ এম মাঈন উদ্দিন পাঠান যুগ্ম বার্তা সম্পাদক, মু. ওমর ফারুক নয়ন উপ-বার্তা সম্পাদক, সাব্বির আহমেদ সোহাগ সাহিত্য সম্পাদক, মোঃ শরিফ উদ্দিন ভুঁইয়া সহ-সাহিত্য সম্পাদক, মোঃ ওমর ফারুক মজুমদার প্রধান প্রতিনিধি, মোঃ মিনহাজুল ইসলাম প্রধান প্রতিবেদক, সাজেদুর আবেদিন শান্ত
তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মাজহারুল ইসলাম
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,আবু তাহের সাগর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সিদ্দিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সুজন ভুঁইয়া নাঙ্গলকোট সরকারি কলেজ প্রতিনিধি

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা প্রতিনিধি, মিজানুর রহমান সুজন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি, আল মারুফ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ সরওয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি সৌদি আরব, সোহাগ খাঁন
বিশেষ প্রতিনিধি বাহরাইন, মোঃ ফয়সাল
বাহরাইন প্রতিনিধি বাহরাইন, মোঃ ইয়াকুব আলী
বিশেষ সংবাদদাতা, ফারুক হোসেন
বিশেষ সংবাদদাতা ওমান, শাহাদাত নিজস্ব প্রতিনিধি,দ্বীন মোহাম্মদ সুমন নিজস্ব প্রতিনিধি,
মুসা কলিমুল্লাহ বিশেষ প্রতিনিধি, মেহরাজুল ইসলাম নয়ন নিজস্ব প্রতিনিধি,আব্দুল্লাহ আল রাকিব বিশেষ প্রতিনিধি ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৮ মন্তব্য
Pingback: Pinco APK
Pingback: ร้านตัดแว่นสายตา
Pingback: แทงหวย24
Pingback: เว็บหวยออนไลน์ จ่ายจริง เว็บหวย ยินดี
Pingback: 電子煙
Pingback: หนังโป๊
Pingback: คลินิก ลำปาง
Pingback: where can i buy reborn dolls