মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে পুরান ঢাকায় গণসংযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিগত কয়েকদিনের মতো আজও গণসংযোগ করে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুতি কমিটি) আশরাফুল ইসলাম টিটনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন করে।
শোডাউন শেষে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে বাংলাবাজার, সদরঘাট, ইসলামপুর সহ পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় সকল শ্রেণি পেশার মানুষের নিকট নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জন্য ভোট ও দোয়া চান ছাত্রলীগ নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগ নেতা ইবরাহিম ফরাজী, সৈয়দ শাকিল, জামাল উদ্দিন, নুরুল আফসার, মোঃ তৈয়ব আলী, নাদিম সুলতান,এসএম তাহের শাওনসহ আরও অনেকে।
ছাত্রলীগের গণসংযোগের বিষয়ে জবি ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, “তাপস ভাই শেখ পরিবারের একজন সদস্য। আমরা বিশ্বাস করি, তার সততা, নিষ্ঠা, প্রজ্ঞা এবং কর্মতৎপরতার মাধ্যমে পুরান ঢাকা বসবাসযোগ্য আধুনিক এলাকায় পরিনত হবে।”
উল্লেখ্য যে, ছাত্রলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে উপলক্ষে পুরান ঢাকার ৩৬,৩৭ ও ৪২ নং ওয়ার্ডে গণসংযোগের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে নির্দেশনা দেয়া হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৮ মন্তব্য
Pingback: ระบบจัดการออเดอร์
Pingback: share like and more
Pingback: Sweet Bonanza Slot
Pingback: Go X electric vehicles
Pingback: Aster Dex
Pingback: สล็อตเกาหลี
Pingback: Diyyyyala yarmok
Pingback: https://msmstudy.kz/ru/