আল মারুফ ।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদার বাজার এলাকায় শাহ ফতেহ আলী যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৮ জন বাসযাত্রী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে এ দুর্ঘটনায় ৬ জন নিহত এবং প্রায় ১৮ আহত হয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Aviator
Pingback: kibris escort
Pingback: gratowin comment retirer son argent
Pingback: เช่าเครื่องสเลอปี้
Pingback: Shinkolite
Pingback: Hur får man Legal Psychedelics i Sverige