প্রচ্ছদ / রাজশাহী / সিরাজগঞ্জে ই-কমার্স ও ই-বিপণন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ই-কমার্স ও ই-বিপণন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ই-কমার্স এবং ই-বিপণন সুবিধা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে উপজেলা পর্যায়ের প্রায় ৭০জন নারী পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

রোববার (২৯ ডিসেম্বর ) সকাল সাড়ে দশ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশনের (এসএমই) উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ,বি,এম রওশন কবিরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

তিনি উদ্যোক্তাদের বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ই-কমার্স। দেশটা ছোট হলেও বাজারটা এতো ছোট না। দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশীয় পণ্যের প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এছাড়া অন্যান্য বক্তরা ই-কমার্সের ধারণা, প্রক্রিয়া, বিশ্বব্যাপী এর পরিসংখ্যান, সুবিধা, অসুবিধা, দেশী বেদেশী পণ্য ক্রয় বিক্রয়, বিপণন নিয়ে কথা বলেন।

সেমিনারে উপস্থিত ছিলেন,এস এম ই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আশরাফুল আমিন, সহকারী কমিশনার(আইসিটি) মো.মাসুদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রামার আব্দুল্লাহ আল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও চেক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে তারেক জিয়ার জন্মদিন পালন

ডেস্ক রিপোর্টঃ তারেক রহমানের ৫৬ তম জম্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দিন …

৪ মন্তব্য