সিএন নিউজ ডেস্কঃ
ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে আ’গুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে ট্রেনটি ব্রাক্ষ্মণবাড়িয়ায় পৌঁছুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হ’তাহ’তের খবর নিশ্চিত করা যায়নি। ট্রেনে আ’গুনের সূত্রপাত বিষয়েও জানা যায়নি। আ’গুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: y8
Pingback: ถมดินสมุทรสงคราม
Pingback: คลินิกกายภาพบำบัด ใกล้ฉัน
Pingback: 煙彈