
নিজস্ব প্রতিবেদকঃ
২৮ রমজান সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জনপ্রিয় চ্যারিটি সংগঠন আলোর ভোর ফাউন্ডেশনের উদ্যোগে নাঙ্গলকোটে সুবিধাবঞ্চিত পরিবারদের কাছে পৌঁছে দেয়া হয়েছে ঈদের মুখরোচক খাবার সামগ্রী। এটি আলোর ভোরের ঈদ হোক সবার জন্য সমান খুশির প্রজেক্ট। প্রতিবছর ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারদের জন্য আলোর ভোরের এ প্রজেক্ট চালু রয়েছে। বিগত সময়গুলোতে তারুণ্য নির্ভর আলোর ভোর অঞ্চল ভিত্তিক সেচ্ছাসেবী কাজগুলো করে আসছে অত্যন্ত আন্তরিকতার সাথে।
আলোর ভোরের ঈদ প্রজেক্ট নিয়ে বিস্তারিত জানতে চাইলে ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ইরফান তানভীর বলেন, আলোর ভোর দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারদের জন্য এ প্রজেক্টটি প্রথম থেকেই করে আসছে। আগামী দিনগুলোতে আলোর ভোর বিভিন্ন প্লাটফর্মে কাজ আরম্ভ করবে। তারুণ্যের শক্তি নিয়ে আলোর ভোরের দেশব্যাপী কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: Nuovo utente su Winnita
Pingback: สล็อตเกาหลี