প্রচ্ছদ / ক্যাম্পাস / সুষ্ঠুভাবে ইবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সুষ্ঠুভাবে ইবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। ‘এ’ ইউনিটে আবেদন করেছিল ২২২৩ ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৮৮১ জন। ‘সি’ ইউনিটে আবেদন করেছিল ৮৯৩০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭ হাজার ৭২৬ ভর্তিচ্ছু।

৫ নভেম্বর চার শিফটে ‘বি’ ইউনিটের ও ৬ নভেম্বর চার শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, নিশ্চয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ভর্তি পরীক্ষা। এখানে আমাদের ২৩০৫ টি আসনের বিপরীতে ৬১৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং আমরা পরীক্ষা সুষ্ঠু সুন্দর সাবলীলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্নক ব্যবস্থা করেছি এবং শুরুটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা আশাবাদী শেষ পর্যন্ত আমরা শতভাগ নকল মুক্তভাবে ও প্রশ্নফাঁস মুক্ত ভাবে করতে সক্ষম হবো।

এবছর বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগে ২৩০৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ২৭ ভর্তিচ্ছু। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিট ভিত্তিক প্রতি আসনে লড়বে যথাক্রমে ৯, ২৬, ২০ ও ৪২ ভর্তিচ্ছু।

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …