প্রচ্ছদ / ক্যাম্পাস / সেই ইবি ছাত্রলীগ নেতার থানায় জিডি

সেই ইবি ছাত্রলীগ নেতার থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদের মধ্যকার কথোপকথনের অডিও ফেসবুকে ফাঁস হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ জিডি করা হয়েছে। থানার দায়িত্বরত কর্মকর্তা স্বাক্ষরিত এক আবেদনে এ তথ্য জানা যায়।
ভীতিপ্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে রাকিব জুবায়েরের ৪মিনিট ৯ সেকেন্ডের এ বক্তব্য রেকর্ড করেছে বলে দাবী করছে জুবায়ের। এ ঘটনায় বৃহস্পতিবার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ইবি থানায় একটি জিডি করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, রাকিব গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইটে জুবায়েরকে ডরমিটরির দিকে ফোন করে নিয়ে যায়। সেখানে বহিরাগত সাত আটজনকে নিয়ে ভীতিপ্রদর্শন করে লিখিত কাগজের বক্তব্য পড়তে বলে ও রেকর্ড করে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতারা কে কত টাকা কামিয়েছেন। বর্তমান ছাত্রলীগের বিদ্রোহী কর্মীদের কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, টাকার উৎস কোথায়। জুবায়ের বিদ্রোহী নেতাদের কথা না শুনলে খুন হয়ে যেতে পারেন বলে ওই অডিওতে বলা হয়েছে।
এছাড়া সাবেক শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ১০ কোটি টাকা আয় করেছেন বলে তাতে জানা যায়। এতে রাজু ২ কোটি টাকা ভাগ পেয়েছেন। এছাড়া বর্তমান শাখা ছাত্রলীগের বিদ্রোহীদলের কর্মীদের মাদকের টাকা দিয়ে পুষে রাখা হচ্ছে বলেও অডিওতে বলা হয়।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …

৩ মন্তব্য