মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
উপকূলীয় জেলা নোয়াখালীর সেনবাগ উপজেলার সেরা সামাজিক সংগঠনের সম্মাননা পেল ব্রেইভ ওয়ারিয়র্স ক্লাব (BWC)।
সামাজিক, মানবিক ও আলোকিত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করায় এই সম্মাননা দেন ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোকিত সমাজ গঠনে অবদান রাখায় দেশব্যাপী প্রায় অর্ধশত সেরা সামাজিক সংগঠনকে স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাসান মঞ্জুর।
সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন ক্লাবের সভাপতি মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন, অর্থ সম্পাদক সিয়াম উদ্দিন শোভন, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রাশেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর পিয়াস, অফিস সম্পাদক আরিফুল ইসলাম রবি’সহ ক্লাব প্রতিনিধিদল।

ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে সভাপতি মহিন উদ্দিন বলেন, সমাজসেবা ও মানবসেবামূলক কাজের কোন নির্দিষ্ট সীমা কিংবা পরিধি নেই। কেবলমাত্র প্রবল ইচ্ছাশক্তির দ্বারাই সম্ভব বিশ্বের যেকোন প্রান্তে মানবসেবায় নিয়োজিত থাকা। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল স্বেচ্ছাসেবকদের মানবিক কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য যে, বিগত ০৫ বছর ধরে ব্রেইভ ওয়ারিয়র্স ক্লাব নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণাঞ্চলে ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে। সংগঠনটির কিছু উল্লেখযোগ্য কার্যক্রমঃ
১। তরুণ যুবসমাজকে বাজে সঙ্গ, ধুমপান ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার সুব্যবস্থা করা।
২। জাতীয় সংস্কৃতির বিস্তারে এবং অপসংস্কৃতি দূরীভূত করণে নির্ভীক সাংস্কৃতিক সংসদ (শিল্পীগোষ্ঠী) গঠন।
৩। বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান।
৪। রাস্তা মেরামত।
৫। গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৬। সমাজের অস্বচ্ছল পরিবারে শিক্ষাসামগ্রী বিতরণ।
৭। ইফতার সামগ্রী বিতরণ।
৮। ঈদ সামগ্রী বিতরণ।
৯। যাকাত সংগ্রহ করে গরীব অসহায়দের উপার্জনক্ষম করতে সহযোগিতা প্রদান।
১০। গরীব- মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা চলমান রাখতে আর্থিক সহায়তা প্রদান।
১১। পরীক্ষাপূর্বক শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা।
১২। কৃতি ছাত্র সংবর্ধনা প্রদান।
১৩। তরুণ যুবসমাজকে জাতীয় চেতনা এবং স্বদেশপ্রেমে উদ্বুদ্ধকরণে জাতীয় দিবসসমূহ পালন, ইত্যাদি এবং উক্ত ক্লাবের ফেইসবুক পেইজ- www.facebook.com/bwcorg
ই-মেইল nirvikbwc@gmail.com
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: meet and fuck sites
Pingback: รับทำการตลาด
Pingback: Go X Las Vegas
Pingback: บุหรี่ไฟฟ้าส่งด่วน