আব্দুর রাজ্জাক (বিশেষ প্রতিনিধি)
মুজিব শতবর্ষ উপলক্ষে 26 জুলাই 2020 ইং রোজ রবিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সামাজিক সহায়তা সংগঠন( Social Help Organization) এর পক্ষ থেকে একাধিক মসজিদের পাশে, মাদ্রাসা সংলগ্ন, স্কুলের মাঠে ও মানুষের চলাচলের রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফলোজ, ভেষজ গাছ, ফুল গাছ, দেশীয় কাঠ গাছ রোপন করা হয়।
কর্মসূচি টি আগামী ৩১জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ করার সময় উপস্থিত ছিলেন ওমরগঞ্জ বাজার মসজিদের খতিব ওমরগঞ্জ বাজার কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ লিটন 12নং হেসাখাল ইউনিয়নের ছাত্রলীগের 1নং যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান খন্দকার
Social help organisation এর রক্তদাতা মোঃ শাকিল।
Social help organisation এর রক্তদাতা মোঃ শাকিল cnnews24 কে জানান মাদক নির্মূল, সামাজিক উন্নয়নের কাজে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তারা কাজ করে যাবে এবং রক্তদানে সবাইকে উৎসাহিত করবে।
এবং তিনি আরও জানান চলমান পরিস্থিতিতে দিনরাত 24 ঘন্টায় মুমূর্ষু রোগীদের জন্য রক্তদানে সহযোগিতা করে যাচ্ছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: ALPHA168 เว็บคาสิโนออนไลน์เต็มระบบ
Pingback: Buy Villa Phuket
Pingback: UOBilad