এমডি শাহিন মজুমদার ।
ঐক্য শান্তি সততা ও শৃঙ্খলা এই চারটি ব্রতকে সামনে রেখে,সৌদি আরবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বিভিন্ন নিউজ পোর্টাল ও অনলাইন টিভি চ্যানেলের অসংখ্য সাংবাদিক ।
গতকাল হোটেল ইন্ডিয়া গেইট হোটেলের হল রুমে একটি আলোচনা সভা হয়।বিডি সংবাদ একাত্তর এর সম্পাদক ও কিউ টিভি’র জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরীর সভাপতিত্বে ও আদি বাংলার বার্তা সম্পাদক সফিক আরমান এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক হুংকার এর সম্পাদক আলহাজ্ব হাফেজ গোলাম মোস্তফা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা দৈনিক দেশ বার্তার সম্পাদক হাজী জসিম উদ্দিন, বিডি সংবাদ একাত্তর এর দর্শক ফোরামের আহব্বায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন, এমবি টিভি সম্পাদক সেলিম উদ্দিন, ও সামাজিক ব্যাক্তিত্ব তওহিদুল হাছান।
আব্দুল্লাহ আল মামুন এর কুরআন তেলাওয়াত এর মধ্যে অনুষ্ঠানের সুচনা হয়। এতে বক্তব্য রাখেন
সাহারা টিভির ডাইরেক্টর আব্দুসাত্তার, Suny TV ও বিডি সংবাদ একাত্তর এর রিপোর্টার শামিম আহমেদ, হাফেজ মাহমুদ উল্লাহ, নেজাম উদ্দিন, ও ইমন প্রমুখ ।
সভাপতির বক্তব্যে রফিক চৌধুরী বলেন তথ্য প্রযুক্তির উৎকর্ষে স্যাটেলাইট চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়ার ও ভূমিকা অপরিসীম ।তারই আলোকে আমরা সৌদি আরব এ ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল অনলাইন নিউজ রিপোর্টারদের একত্রিত করে কাঁধে কাঁধে মিলিয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করার উদ্দেশ্যে নিয়ে গঠন করা হয় “সৌদি আরব অনলাইন রিপোর্টার্স ইউনিয়ন”(SAORU। প্রবাসে থেকেও দেশকে ভালোবেসে দেশের কল্যানে উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে।
প্রধান বক্তা আলহাজ্ব হাফেজ গোলাম মোস্তফা বলেন একটি সংগঠন করতে গেলে অনেক ত্যাগ ও যোগ্য ও মেধার প্রয়োজন হয়, উপস্থিত সকলের মাঝে সেই জ্ঞান ওগুন যথেষ্ট বিদ্যমান, এবং আপনাদের সকলের নেতৃত্বে সৌদিআরব অনলাইন রিপোর্টার্স ইউনিয়ন এর আগামির পথ চলা সুন্দর ও সুগম হবে । তিনি উক্ত সংগঠন এর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।
বিশেষ অতিথির বক্তব্য দৈনিক দেশবার্তা প্রকাশক ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের ভূমিকা প্রশংসার দাবিদার। আমরা প্রতিটি মুহূর্তের খবর তড়িৎ গতিতে পৌঁছাতে সক্ষম। এছাড়াও আমরা দেশে ও বিদেশ সমান্তরালভাবে দেশের বিবেক হয়ে কাজ করার পণ করে এগিয়ে চলছি।
সভায় সকলের কন্ঠ ভোটে রফিক চৌধুরী কে আহবায়ক, দৈনিক হুংকার এর সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা যুগ্ন আহ্বায়ক,
দৈনিক দেশ বার্তা প্রকাশক ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হাজি জসিম উদ্দিনকে যুগ্ন আহ্বায়ক, সাহারা টেলিভিশনের আব্দুসাত্তার যূগ্ন আহ্বায়ক, এম,বি,টিভির সম্পাদক সেলিম উদ্দিন সদস্য সচিব, আদিবাংলার বার্তা সম্পাদক সফিক আরমান সদস্য সচিব, Suny TV ও বিডি সংবাদ একাত্তর এর রিপোর্টার শামিম আহমেদ সদস্য , সিএন নিউজ২৪.কম এর প্রকাশক এমডি শাহিন মজুমদার সদস্য, সময় ডটকম এর ইউসুফ ফারুকী সদস্য, সাহারা টেলিভিশন এর মদিনা আইউব আলি সদস্য ,ও এবি এস রাব্বি সদস্য বিডি সংবাদ একাত্তর এর দর্শক ফোরামের আহব্বায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন সদস্য, ও অনলাইন এক্টিভেটর মিসেস শাহিনুর বেগম রুনা সহ ১৩ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি করা হয়।
পরিশেষে দেশ ও উক্ত সংগঠন এর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ উল্লাহ, এইসময় উক্ত সংগঠন এর নবনির্বাচিত আহব্বায়ক রফিক চৌধুরী জেদ্দা কিউ টিভি প্রতিনিধি হওয়ায়(SAORU) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সৌদি আরব গনমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, নৈশভোজ উপভোগের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: https://www.trustpilot.com/review/pressat.co.uk
Pingback: situs toto
Pingback: visit website
Pingback: th39
Pingback: uodiyala
Pingback: cat888