এমডি শাহিন মজুমদার, সিএন নিউজ২৪.কম
সৌদি আরবের আল খারিজ শহরের আজিজিয়া নামক স্থানে গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সন্ধ্যায় এক বাংলাদেশীকে জবাই করে হত্যা করেছে অন্য দুই বাংলাদেশী রুমমেট মিলে! জানাযায় যে আল খারিজের আজিজিয়ার একটি বাংলাদেশী ভিলাতে রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায়! তারা তিনজন একই রুমে বসবাস করতো। জানা গেছে, সন্ধ্যায় সামান্য বাথরুমে প্রবেশ নিয়ে রুমমেটদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে দু’জন মিলে একজনকে বাথরুমে ফেলে গলা কেটে হত্যা করে। তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হয়। পুলিশ পুরো এলাকা কর্ডন করে ভিলার বাকি বাঙালিদের সাহায্যে দুই হত্যকারীকে গ্রেফতার করেছে। হত্যার শিকার হওয়া লোকটির নাম ঠিকানা বিস্তারিত জানা যায়নি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: box motion flow wrapper
Pingback: https://pinupkazinootzyvy.kz/
Pingback: Casino Lucky31 programme VIP
Pingback: clothing manufacturer
Pingback: เน็ต บ้าน ais
Pingback: Al-Yarmok University College 1