প্রচ্ছদ / চট্রগ্রাম / স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং চট্টগ্রামে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং চট্টগ্রামে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাব্বির আহমেদ সোহাগঃ

একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সিএমপি পুলিশের সহায়তায় সেবার মানুসিকতা নিয়ে ২০১৮ সাথে যাত্রা শুরু করে “চট্টগ্রাম কমিউনিটি পুলিশিং এর একঝাঁক তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী ও কিছু পুলিশ সদস্য। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমাজের গর্হিত ও বিচ্যুতিমূলক আচরণগুলো কে নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করা এবং হতদরিদ্র ও অসহায়দের পাশে দাড়ানো।

ইতোমধ্যে সংগঠণটি অনেক সেবামূলক কাজের মাধ্যমে জনসাধারণের নজরে এসেছে।এতোমধ্য সংগঠণটি বাল্যবিবাহ,মাদক, ইপ্টিজিং, যৌতুক বিরোধী আন্দোলন, শিক্ষা সচেতনতা, পথ শিশুদের শিক্ষা দান,শীতবস্ত্র বিতরণসহ নানামুখী সেবামূলক কাজ অব্যাহত রেখেছে।

যেহেতু সংগঠণটির কাজের সাথে স্বক্রিয় পুলিশ সদস্যবৃন্দ জড়িত, তাই এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার জনাব মোঃ আমির জাফর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং-এর প্রতিষ্ঠাতা এসআই নাছির আহমেদ ও এসআই রতন এবং এসসিপি চট্টগ্রাম কলেজ শাখা, এসসিপি চট্টগ্রাম ইউনিভার্সিটি শাখা এবং এসসিপি ইউএসটিসি শাখার সদস্যবৃন্দ।

প্রায় আড়াই ঘন্টার এই মত-বিনিময় সভায় সদস্যরা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক তুলে ধরেন, এবং ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে অবহিত করেন।অবশেষে ছাত্রদের এমন জনসেবামূলক কাজে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন পুলিশ কমিশনার আমির জাফর ।

এছাড়াও চেক করুন

হতাশা থেকে চবি ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিরকুট লিখে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নাইমুল হাসান নামে …